আশুগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনা ভাইরাসের প্রার্দুভাবরোধে আশুগঞ্জের কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগ। শুক্রবার বিকেলে স্থানীয় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, কেন্দ্রীয় ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জন মানুষের নেতা আলহাজ্ব মঈন উদ্দিন মঈন ও জেলা ছাত্রলীগের সভাপতি রুবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের নির্দেশনায় আশুগঞ্জের ২৫০টি পরিবারের ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী উপহার বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক-১ আবু নাছের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রুবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
ঈদ উপহার বিতরনে আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাত শিকদারের সভাপতিত্ত্বে ও যুগ্ম আহ্বায়ক সালেকিন মীম, মোঃ রফিকুল ইসলাম রাব্বি মুন্সী, হান্নান শিকদারের পরিচালনায় ও আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু রিজবী আহমেদ সার্বিক সহযোগীতায় এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোশারফ হোসেন।
সদস্য লিকন চৌধুরী, যুবলীগ নেতা উবায়দুল মুন্সী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ফরহাদ, উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি সজিবুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা মঈম শিকদার, উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদুর রহমান অপু, সানি শিকদার, মেহেদি হাসান সাহারান, আনন্দ শিকদার, শাকিল শিকদার, রিফাত খান, বিজয় মিয়া, আল-আমিন, আরমান, ফিরোজ মিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি পদ প্রার্থী মোঃ ইফরান, এন এইচ হৃদয়, আমিনুল হক আমিন, সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ শাহিন, শেখ মোঃ তুহিদ।
সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বয়ক নাদিম উজ্জ্বল, শায়েস্থা খা, সদস্য আরিফ, তালশহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুশিউর রহমান সৌরভ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান জাবেদ, আড়াইসিধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আশিক, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর মোল্লা, ছাত্রলীগ নেতা নয়ন, তারুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ঈমান, বন্দর ছাত্রলীগ নেতা অর্ণব, জাহিদ, রিপন, একান্ত, রাকিব, অভয় ঘোষ, উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত শিকদার, শাকিল শিকদার প্রমুখ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন, করোনা মোকাবেলার প্রথম থেকেই আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগ অসহায় মানুষের পাশে ছিলেন এবং যতদিন করোনা থাকবে তারা তাদের সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে দাড়াবে।
উল্লেখ্য, এর আগে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইসারের শুরু থেকে উপজেলা কর্মহীন ও অসহায় মানুষের মাঝে হ্যান্ড সেনিটাইজারম, মাক্স, সাবান, খাদ্য সামগ্রী, ইফতার বিতরণ করেছে। এবং যতদিন করোনা ভাইরাস থাকবে তথদিন উপজেলা ছাত্রলীগ অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করবে।