Advertisement

আশুগঞ্জে ১১ বিপনী বিতাণ সিলগালা, ১৫ মহিলা ক্রেতাকে আর্থিক জড়িমানা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯২৮।

আশুগঞ্জ প্রতিনিধি:

স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে প্রশাসন। এ সময় ২০টি বিপনী বিতানকে আর্থিক জড়িমানা ও ১৫ জন মহিলা ক্রেতাকে জড়িমানা করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট ফিরোজা পারভীন এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্টেটের উপস্থিতিতে অভিযান শুরুর পর পরই দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

অনেক ব্যবসায়ী ক্রেতাদের দোকানের ভিতরেই রেখে লাইট বন্ধ করে দিয়ে বাহিরে তালা তালিয়ে দেয়। পরে নির্বাহী ম্যাজিষ্টেট ফিরোজা পারভীন দোকানের তালা খুলে ভিতরে ক্রেতা দেখতে পান। দোকান বন্ধ থাকায় অন্তত ২০টি দোকানে ১০ থেকে ৭হাজার টাকা করে জড়িমানা করা হয়েছে।

অভিযানকালে ঈদের শপিং করতে আসা বিভিন্ন দোকানে বসে থাকা ও সড়কে হাটা চলা অবস্থায় ১৫জন মহিলা ক্রেতাকে জড়িমানা করা হয়েছে। অভিযানে মোট ১লক্ষ ১৮ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।

অভিযানে স্বাস্থ্য বিধি না মানায় শহরের পশ্চিম বাজারে কাপড়ের দোকান নুসরাত ফ্যাশন, নুর টেইলার্স এন্ড ক্লথ স্টোর, সুরভী টেইলার্স , জুতার দোকানের মধ্যে রীনা সুজ, নাদিয়া সুজ, রিয়া সুজ, পুপুলার সুজ, জয় সুজ, নিহা সুজ, এক্সসিলেন সুজ ও মধ্য বাজারে তৈরী পোষকের দোকান অপুর্ব ফ্যাশনকে সিলগালা করে দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট ফিরোজা পারভীন জানান, স্বাস্থ্য বিধি না মেনে বিপনী বিতান পরিচালনা করায় বেশকিছু প্রতিষ্ঠান সিলগালা ও জড়িমানা করা হয়েছে। এ ছাড়া মহিলা ক্রেতাদের আর্থিক জড়িমানা করা হয়েছে। তিনি আরো বলেন, তাদের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com