মো: রাসেল আহম্মেদ, এনবি ডেস্ক:
দেশে প্রথমবারে মত ব্রাহ্মণবাড়িয়ায় এক ছাতার নিচে পল্লী বিদ্যুৎ এর সকল পরিসেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে এর কার্যক্রম শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সেবা প্রদান অনুষ্ঠানে ১০টি সেবার কার্ক্রম নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয় আগামী জুন মাসের মধ্যে জেলার সবকটি গ্রামে বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে মিটার, বিল গ্রহণ, বকেয়া আদায়, লাইন মেরামতসহ সকল সমস্যার তাক্ষনিকভাবে সমাধানের উদ্যোগ করা হয়।
এতে অর্ধশতাধিত কর্মকর্তাসসহ বিদ্যুৎকর্মীরা দায়িত্ব পালন করে। মুজিববর্ষ উপলক্ষে চলতি বছরে সব মাসের ১৭ তারিখ পল্লী বিদ্যুৎতের বণার্ঢ্য কর্মসূচী চলবে।
সেবা প্রদান অনুষ্ঠানে জেলা পল্লী বিদ্যুৎতের জেনারেল ম্যানেজার শাহজাহান তালুকাদার, নির্বাহী প্রকৌশলী কার্তিক দে, ইউপি চেয়ারম্যান আবু সামা, পল্লী বিদ্যুৎতের এজিএম নূরে আলম, শৈকত বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামবাসীরা জানায়, গ্রামে বসে আমরা বিদ্যুৎতের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ায় আমরা খুশি।