Advertisement

আশুগঞ্জ রেলস্টেশন অবনমনের প্রতিবাদে সভা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৪৮।

 

আশুগঞ্জ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের যাত্রীসেবার মান অবনমনের প্রতিবাদ ও বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে মতবিনিমিয় ও প্রতিবাদ সভা করেছে “জাগ্রত আশুগঞ্জবাসী” নামে একটি সংঠন।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মানবিক আশুগঞ্জসহ উপজেলার বেশ কয়েকটি সংগঠন একাত্বতা পোষণ করেন।

জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহবায়ক হাজি মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সদস্য হাজি ছায়েদুল রহমান, মোবারক আলি চৌধূরী, উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহীন শিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আল মামুন, ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনিসহ বিভিন্ন এলাকার লোকজন।

সভায় বক্তারা আশুগঞ্জ রেলস্টেশনের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে স্টেশনের সমস্যাগুলো সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুসিয়ারী দেন তারা।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com