ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিষ মেশানো মিষ্টি খাইয়ে দুই শিশুকে হত্যার ঘটনায় মা লিমার বেগমের পরকীয়া প্রেমিক সফিউল্লাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে ঢাকার আব্দুল্লাপুর থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ঢাকা থেকে সফিউল্লাকে ব্রাহ্মণবিড়িয়া আনা হচ্ছে।
রাতে নয়টার দিকে প্রেস বিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য ১০ মার্চ রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুর গ্রামে মা লিমা বেগম তার পরকীয়া প্রেমিক সফিউল্লার সহযোগিতায় তার দুই ছেলে ইয়াছিন খান (০৭) ও মোরসালিন খান (০৫) কে বিষ মেশানো মিষ্টি খাইয়ে হত্যা করে। পরে প্রকৃত ঘটনা আড়াল করতে তাদের নাপা সিরাপ খাওয়ানো হয়। এ ঘটনায় শিশু দুটির বাবা মামলা দায়ের করে।