
নিউজ ডেস্ক,
নিখোঁজের এক দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইসমাইল মিয়া (৫৭) নামে এক ব্যক্তির মরেদহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর টানপাড়া গ্রামের এক পরিত্যক্ত বাথরুমের ট্যাঙ্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল মিয়া উপজেলার লামা শরীফপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে। এ ঘটনায় হোসেনপুর টানপাড়া গ্রামের শান্তা আক্তার (৩৫) ও তার স্বামী সুমন মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নিহত ইসমাইল মিয়ার সাথে টানপাড়া গ্রামের সুমনের স্ত্রী শান্তা আক্তারের পরকীয়া প্রেম ছিল। গত বৃহস্পতিবার রাতে শান্তার স্বামী ঘরে না থাকার সুবাদে ইসমাইল তাদের বাড়িতে যায়। এ সময় সে শান্তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইলে শান্তা অনিহা প্রকাশ করে। এক পর্যায়ে ইসমাইল শান্তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েকে ঝাঁপটে ধরে। এতে শান্তা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ইসমাইলের মাথায় আঘাত করে। পরে তার পায়ের রগ কেটে মরদেহটি বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাথরুমের সেফটি ট্যাঙ্কিতে ফেলে দেয়।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্ত সন্ধেহে স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।