নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৯৮ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী ১টি মোটর সাইকেল ও ১টি পিকআপ জব্দ করা হয়। সোমবার সকালে ও রোববার গভীর রাতে পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফরফরা গ্রামের মোঃ দেলোয়ার হোসাইন-(২৫), একই উপজেলার শ্রীখেল গ্রামের মোঃ সাহেল-(২২), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের মোঃ শাহালম-(৫০) ও নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার দক্ষিণ নায়াঘাটি গ্রামের মোঃ জুয়েল খান-(৪৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল পৌনে ৭টার সময় আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে থেকে ৫ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মাদক পাচারকারী শাহালম এবং জুয়েল খানকে গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযানে রোববার গভীর রাত ৩টায় একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ মাদক পাচারকারী দেলোয়ার হোসাইন এবং মোঃ সোহেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। এসব ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।