নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮০ বস্তা ভারতীয় জিরাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার সোনারামপুর রাজমনি হোটেলের সামনে থেকে কাভার্ডভ্যানসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় জিরাবাহী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
সোমবার (২১ অক্টোবর) রাতে পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার আবু সিদ্দিক (২০), জামালপুর জেলার মোঃ বাহাদুর (২৯) ও রাজশাহী জেলার মোঃ সাগর (২৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সোনারামপুর রাজমনি হোটেলের সামনে থেকে কাভার্ডভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয়। কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে ৮০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে তাদেরকে জিরার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোন সঠিক তথ্য দিতে পারেনি। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে জিরা আনা হয়েছে বিধায় তাদের কাছ থেকে ৮০ বস্তা জিরা (প্রতি বস্তায় ৩০ কেজি) ও জিরা বহনকারী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।