Advertisement

আশুগঞ্জ সার কারখানা পিয়ন হত্যায় হকারের ১০ বছরের কারাদন্ড

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৬৭।

 

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পিয়ন বোরহান উদ্দিন বাহার হত্যা মামলায় অভিযুক্ত আসামী দেলোয়ার হোসেন-(৪৪) কে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালত। বুধবার (২ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় প্রদান করেন।

নিহত বোরহান উদ্দিন বাহারের বাড়ি চাঁদপুর জেলার কচুয়ায়। তিনি সার কারখানায় চাকরির পাশাপাশি চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুইবারের ইউপি সদস্য ছিলেন।

কারাদন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন রাজধানীর হাজারীবাগের বাসিন্দা এবং পেশায় একজন হকার।

মামলার নথিপত্র ও আদালত সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১ জানুয়ারি আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানী লিমিটেড(এএফসিসিএল) এর কোয়ার্টার থেকে বোরহান উদ্দিন বাহার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ছেলে আবদুল্লাহ ফারুক অজ্ঞাত আসামী করে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশি তদন্তে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেলোয়ার জানায়, ২০২১ সালের ২৮ ডিসেম্বর বোরহান উদ্দিন বাহারের কাছে বেড়াতে আসে সে। পরদিন ২৯ ডিসেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে বোরহান উদ্দিন বাহার ব্যাংকের চেকের কাজ করছিল। কাজ করতে করতে পরদিন ৩০ ডিসেম্বর ভোরে দেলোয়ার কাজ বন্ধ করতে বোরহানকে বললে সে খারাপ ব্যবহার করে এবং দেলোয়ার উত্তেজিত হয়ে বোরহানকে ধাক্কা দিলে সে খাটের সাথে লেগে আঘাত পাওয়ার পর পুনরায় আঘাতের জন্য আসলে আসামি দেলোয়ার সজোরে ধাক্কা দেয়। এতে সে ঘরের দেয়ালের সাথে লেগে মাথার ডান পাশের পিছনে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় বোরহান। এতে বোরহানের কোনও সাড়া শব্দ না পেয়ে মৃত্যু হয়েছে জেনে কম্বল ও কাথা দিয়ে মুড়িয়ে বাইরের দিকে দরজায় তালা দিয়ে দেলোয়ার পালিয়ে যায়।

এই মামলায় পুলিশের অভিযোগপত্র, সাক্ষিপ্রমান ও বিচার কাজ শেষে আদালত আসামি দেলোয়ারকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com