Advertisement

উপজেলা পরিষদ নির্বাচন- বাঞ্ছারামপুরে সিরাজুল ইসলাম, আশুগঞ্জে জিয়াউল করিম

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৫৮।

 

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সিরাজুল ইসলাম চেয়ারম্যান, আশুগঞ্জে জিয়াউল করিম সাজু। জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বাঞ্ছারামপুরে তৃতীয়াবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম (ঘোড়া)। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ৮৩ হাজার ৮৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আমিনুল ইসলাম তুষার (আনারস) পেয়েছেন দুই হাজার ১৬২।

এদিকে আশুগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খাঁন সাজু (মোটর সাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ২৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান চেয়ারম্যান মো. হানিফ মুন্সী (দোয়াত কলম) পেয়েছেন ২৮ হাজার ৩৩৪ ভোট।

সূত্রটি জানায়, কোনো উপজেলাতেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনী তৎপর ছিলো। বিভিন্ন অভিযোগে নয়জনের সাজা দেওয়া হয়েছে।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com