Advertisement

আশুগঞ্জে উপজেলা নির্বাচনে ৩০ দিনের নবজাতককে নিয়ে ভোটকেন্দ্রে মা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৬।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হচ্ছে। সে নির্বাচনে ৩০ দিনের নবজাতককে কোলে নিয়ে ভোট দিয়েছেন মা রত্না। বুধবার (২৯ মে) সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকালে নবজাতককে কোলে নিয়ে ভোট দিতে আসেন ওই মা।

এ সময় ভোট কেন্দ্রে দায়িত্বরত আনসার, পুলিশ সদস্যরাও তাকে ভোট প্রদানে সহযোগিতা করেন। এ সময় ভোটকেন্দ্রে ভিন্ন আমেজের সৃষ্টি হয়। শিশুটির বাবা ফারুক ও মা রত্না উপজেলার তারুয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, উপজেলার তারুয়া ইউনিয়নের শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একমাস বয়সী নবজাতক ফাহাদকে নিয়ে ভোট দিতে যান মা রত্না বেগম। এ সময় তার সাথে থাকা ৫ বছর বয়সী প্রথম সন্তান ফাহিমও ছিল।

রত্না জানান, ভোটের গুরুত্ব ও দায়িত্বকে বিবেচনা করেই তিনি ভোট দিতে এসেছেন। পছন্দের প্রার্থী বিজয়ী হলে বেশি খুশি হবেন তিনি।

ভোটকেন্দ্রে রত্না সাথে থাকা তার শাশুড়ি রেহেনা বেগম জানান, নাতিকে নিয়ে ভোটকেন্দ্রে আসতে পেরে অনেকটাই খুশি।কালের সাক্ষী হয়ে থাকবে আমার নাতি।

রত্নার স্বামী ফারুক মিয়া জানান, একটি ভোটের অনেক গুরুত্ব আছে। কেন্দ্রের পরিবেশ ভালো। সেজন্যই সন্তানকে নিয়ে সপরিবারে ভোটকেন্দ্রে আসি।

ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশের এসআই শেখ কামাল উদ্দিন জানান, একটি ভোটের যে গুরুত্ব। তা ওই মা তার শিশুকে নিয়ে ভোট কেন্দ্রে এসে প্রমাণ করলেন।

উল্লেথ্য, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এবং বাঞ্ছারামপুর উপজেলার ২১টি ইউনিয়নের ১৫০টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ চলবে। কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে আনসার পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ট্র্যাকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com