নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাহাদুরপুর টেকনিশিয়ান ক্লাব ও বাহাদুরপুর টেকনিশিয়ান ফ্যামিলির যৌথ উদ্যোগে এ মিনি ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়৷
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ।
অনুষ্ঠানে বাহাদুরপুরের বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাহাদুরপুর টেকনিশিয়ান ক্লাবের সহ-সভাপতি শানু মিয়া, ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ আক্তার হোসেন, এড. জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান হিজু, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ধন মিয়া, বিশিষ্ট মুরুব্বি মোঃ শহীদ মিয়া, হাজী মোঃ ইসরাঈল হোসেন, বিশিষ্ট চাল ব্যবসায়ী মোঃ মাসুদ মিয়া, এমরান হোসেন প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে এস এ রুমা’কে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন বরোসিয়া ডর্টমুন্ড৷ টুর্নামেন্টের সেরা খেলোয়ার ফয়সাল আহমেদ, সেরা গোলকিপার সামির আহমদ, সেরা দর্শক মুজিবুর রহমান, নুরুল ইসলাম ও দেওয়ান মিয়া। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানারআপ দলকে পুরষ্কার তুলে দেন৷
এ সময় অন্যান্যের মধ্যে বরোসিয়া ডর্টমুন্ড কোচ এনামুল মাহমুদ, বাহাদুরপুর টেকনিশিয়ান মিনি ফুটবল টুনামেন্টের স্পন্সর গ্রীস প্রবাসী রাকিব হোসাইন, তোফায়েল আহমেদ, জাকারিয়া, আশরাফুল, সজীব, বাহাদুরপুর টেকনিশিয়ান ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বাহাদুরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মোঃ কামরুল ইসলাম, সহকারি র্যাফারী মোঃ সুজন মিয়া ও মোঃ বিজয় মিয়া৷ ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন মোঃ মিকাইল হোসেন, মশিউর রহমান তপু৷ সার্বিক সহযোগিতায় ছিলেন
চিত্রবাড়ী ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক মোঃ শরীফুল ইসলাম হৃদয়৷
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর বাহাদুরপুর টেকনিশিয়ান ক্লাবের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণের মাধ্যমে খেলাটি শুরু হয়৷