 
												
						
												
						নিউজ ডেস্ক,
সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঙ্গা, সন্ত্রাস এবং মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকালে উপজেলা স্বাউটস্ এর উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাব স্কাউটের সদস্যদের নিয়ে এ কর্মসূচী পালিত হয়।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা এলাকা থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মহাসড়কের গোল চত্বর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার কাজী তাহমিনা আক্তার শারমিন, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর প্রমূখ।
এসময় সমাবেশে মাদকের ব্যবহার রোধ, দাঙ্গা ও সন্ত্রাস প্রতিরোধে সমাজের সকল স্তরের লোকজনকে আরো সচেতন হওয়ার পাশাপাশি সোচ্চার ভূমিকা পালনের আহবান জানানো হয়।
 
			 
				 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						 
						
 
					 
					