Advertisement

আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ২৫১।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশু সহ অন্তত ২০জন আহত হয়েছেন। রবিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৭ জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এরা হলেন, হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০) ও খাদিজা (১০)। বাকী আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেয়।

আহতদের স্বজনরা জানান, উপজেলার খাড়াসার গ্রামে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড়িয়ে তারুয়া ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুসহ অন্তত ২০ জনকে কামড়িয়ে কোমড় ও পায়ের মাংস ক্ষতবিক্ষত করে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। অন্যান্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুর কামড়ানোর বিষয়টি জানতে পেরেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কুকুরটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com