Advertisement

আখাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৪৫।

স্টাফ রিপোর্টার

৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি এবং বিএসএফের মধ্যে যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের চৌকস দল প্যারেড ও সালাম প্রদান শেষে বিউগলের সুরের সঙ্গে সঙ্গে উভয় দেশের জাতীয় পতাকা নামানো হয়।

পরে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিযয়ে ফুল ও মিষ্টি প্রদান করে। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফ সদস্যদের শুভেচ্ছা স্বরুপ ফুল ও মিষ্টি প্রদান করে। শুভেচ্ছা বিনিময় শেষে বিজিবি ও বিএসএফের উভয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বন্ধু সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের প্রত্যয় করে।

এ অনুষ্ঠানে বিজিবি ৩৯ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আ কালাম শামসুদ্দিন রানা, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধীন লেঃ কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, পিএসসি, আর্টিলারি এবং বিএসএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গোকুলনগর সেক্টর হেডকোয়াটারের ডিআইজি রাজ নারায়াণ রমিশ্র ও ৪২ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শের শিং সহ বিএসএফ এর অন্যান্য কর্মকর্তাগণ।

এ সময় উভয় দেশের স্থানীয় ব্যাক্তিবর্গ ও দূর দূরান্ত থেকে আসা লোকজন এই জাঁকজমকপূর্ণ রিট্রিট সিরিমনিটি উপভোগ করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com