Advertisement

আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন- রেল সচিব

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৪৯৭।

স্টাফ রিপোর্টার:

আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর। শনিবার সকালে ঢাকা থেকে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে তিনি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছান।

এসময় তিনি স্টেশন এলাকায় রেলপথ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কসবা রেলওয়ে ষ্টেশনের নির্মাণ কাজ দীর্ঘ দিন বন্ধ রয়েছে- এ ব্যপারে জানতে চাইলে রেল সচিব বলেন, এ ব্যপারে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু করা সম্ভব ইনশাল্লাহ। আশা করছি খুব শিগগীরই কাজ শুরু হবে।

এছাড়া আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, কাজ পরিদর্শন করছি। যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করা হবে। পরে রেল সচিব ড. মোঃ হুমায়ুন কবীর মহানগর এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা যান।

পরিদর্শনকালে আখাউড়া-লাকসাম রেলপথ ডুয়েলগেজ প্রকল্প পরিচালক শহীদুল ইসলাম, রেলওয়ের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com