Advertisement

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজের ধীরগতিতে হতাশ রেলমন্ত্রী

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৪৯৮।

স্টাফ রিপোর্টার:

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজের অগ্রগতি দেখে হতাশা ব্যক্ত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী শিবনগর এলাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে সঙ্গে নিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন শেষে আলোচনা সভায় তিনি এ হত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, এই প্রকল্পটি আমাদের উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। আগামী জুনের মধ্যে রেলপথ বসানোর কাজটি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। বাকি কাজগুলো হয়তো আরেকটু সময় লাগতে পারে।

তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে কোভিডের কারণেই কাজ শেষ করতে পারেনি- এটি অযৌক্তিকভাবে ফেলে দিতে পারছি না। আগামী জুন পর্যন্ত সময় দেওয়া আছে। আশা করি ঠিকাদার আমাদের উদ্বেগের বিষয়টি বুঝবেন। যদি দেখি উনার কোনো গাফিলতির কারণে কাজটা থেমে আছে- তাহলে বাধ্য হব চুক্তি ভঙ্গের অভিযোগ এনে নতুন ঠিকাদার নিয়োগ করতে।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজে গতিশীলতা এনে দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে হবে। প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার জন্য আমরাও চাপে আছি।

এসময় জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ আনিসুল রহমানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com