স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা আক্রান্ত পরিবারের ধান কেটে দিয়েছে উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলার আমোদাবাদ গ্রামের পশ্চিম বিল থেকে ওই কৃষকের ৪০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল ও পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির খানের নেতৃত্বে যুবলীগের ২৪ নেতা-কর্মী ওই কৃষকের জমির ধান কেটে দেন।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল জানান, ওই পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরেকজন আইসোলেশনে চিকিৎসাধীন। দুশ্চিন্তগ্রস্থ পরিবারটি ধান কাটতে পারছিলেন না। বিষয়টি জেনে আমরা তার জমির ধান কেটে দেই।
তিনি আরো বলেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজলকে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক নির্দেশ দিয়েছেন যুবলীগ নেতা-কর্মীরা যেন কৃষকদের সহযোগিতা করেন। এরই অংশ হিসেবে আমরা কৃষকের পাশে আছি।