স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক স্কুল শিক্ষকের জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে ‘স্বপ্নতরী’ নামে একটি সংগঠনের সদস্যরা। বুধবার সকালে উপজেলার কুড়িপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলামের উপজেলার হীরাপুর এলাকার ২০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌছে দেন ‘স্বপ্নতরী’ সংগঠনের সদস্যরা।
শিক্ষক সাইফুল ইসলাম জানান, তিনি তার ২০ শতক জমির ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। তাই বুধবার সকালে নিজেই ধান কাটা শুরু করেন। খবর পেয়ে ‘স্বপ্নতরী’ সংগঠনের সদস্যরা এসে ধান কেটে বাড়িতে পৌছে দেন।
এ ব্যাপারে স্বপ্নতরীর সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, করোনার কারনে অনেকেই শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন না। আমরা তারাগন গ্রামের দুলাল ভূঁইয়ার ধান কেটে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। এরই মধ্যে সকালে দেখি শিক্ষক সাইফুল ইসলাম একা নিজের জমির ধান কাটছেন। এ অবস্থায় সংগঠনের সদস্যদের নিয়ে তারা ধান কেটে দেই।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার শিক্ষক সাইফুল ইসলামের ২০ শতাংশ, দুলাল ভূঁইয়ার ৩০ শতাংশ ও জজ মিয়ার ৪৫ শতাংশ জমির ধান কেটে দেন ‘স্বপ্নতরীর’ সদস্যরা।
সংগঠনের সদস্য সোলেমান ভূইয়া, মনিরুল ইসলাম, হেলাল উদ্দিন, শাহীন ভূইয়া, মোঃ আল-আমিন, সজীব, সুজন, শাহাদাৎ, মুন্না, সামির, ইমাম উদ্দিন, সানি, ওসমান নামে যুবকরা সংগঠনের পোশাক পড়ে ধান কাটার কাজে অংশ নেন।
কৃষক জজ মিয়া বলেন, ‘জমিটি আমার বর্গা নেয়া। শ্রমিক পাচ্ছিলাম না বলে ধান পাওয়া নিয়ে শঙ্কায় ছিলাম। তাঁরা আমার জমির ধান কেটে দিয়েছে। আমি খুব খুশি।