আখাউড়া প্রতিনিধি:
সারা বিশ্ব ব্যাপি ছড়িয়ে পড়া বর্তমান আতংক নভেল করোনা ভাইরাস মহামারী রুপ ধারণ করেছে। বর্তমান সরকার ও বিশেষজ্ঞ ডাক্তারদের দেয়া পরামর্শ অনুযায়ী বার বার হাত ধৌত করার কথা জানানো হচ্ছে এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বিভিন্ন মসজিদে মসজিদে হাত ধুয়ার সু-ব্যবস্থা করে দিয়েছে প্রবাসী কল্যাণ সংগঠণ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের প্রত্যেকটি মসজিদে নামাজে আসা মুসলিদের নভেল করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে জন্য স্থাপন করা হয়েছে জীবাণু নাশক সাবান দিয়ে হাত দেবার ব্যবস্থা।
এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক সানাউল ভূইয়া, দপ্তর সম্পাদক শরীফ ইসলাম আবির, সংঘের সেচ্ছাসেবক আশিক মিয়া,, মাসুক ভূইয়া, কাজী হাকিম, তুহিন জমাদ্দার প্রমূখ।
সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েল ভূইয়া জানান, করোনা ভাইরাসটি সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে, করুণা ভাইরাস থেকে বাচঁতে হলে বেশি বেশি হাত ধুতে বলা হয়েছে তাই আমরা প্রবাসী কল্যাণ সংঘ এর পক্ষ থেকে ইউনিয়সের সবকটি মসজিদে, বাজারে ও গুরুত্বপূর্ণ স্থানে হাত ধুবার ব্যবস্থা করে দেই।