স্টাফ রিপোর্টার:
আইনমন্ত্রী আনিসুল হক এম,পি বলেছেন আমরা যে আইনই করি না কেন তা বিএনপির কাছে কালো আইন বলে মনে হয় । শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে করে আখাউড়ায় আসেন আইনমন্ত্রী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহবায়ক সেলিম ভূঁইয়া জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়্যাত হোসেন নয়ন প্রমুখ।
উল্লেখ্য,দেশের বিভিন্ন স্বায়িত্ত শাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার আইনী বাধ্যবাধকতার যে আইন সংসদে পাস হয়েছে তা কালো আইন ও দূর্নীতির নতুন উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন তারা আইন বুঝুক আর না বুঝুক আমরা যে আইনই করি না কেন তা তাদের কাছে কালো আইন বলে মনে হয়। আমি বলব আইনটি আগে তারা পড়তে এবং বুঝতে পরে তাদের মতামত ব্যক্ত করতে।