স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের বিরুদ্ধে কথা বলায় স্কুল শিক্ষক মোঃ মনিরুল ইসলামের বাড়ির বিভিন্ন ধরনের ১১টি ফলের চারা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতের কোনো এক সময়ে ওই শিক্ষকের বাড়ির ১১টি ফলের চারা ভেঙ্গে ফেলা হয়। চারা গুলোর মধ্যে রয়েছে, পাঁচটি লিচু, তিনটি কাঁঠাল, দুইটি পেয়ারা, একটি জাম গাছের চারা। এ বিষয়ে তিনি গতকাল মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আখাউড়া উপজেলার আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনিরুল ইসলাম বলেন, ‘আমি হতবাক। কথা বলতে পারছি না। এভাবে কেউ শত্রুতা করতে পারে? পথচারিরা যেন খেতে পারে সে কারণেই তো বাড়ির সীমানা ঘেঁষে গাছগুলো লাগিয়েছিলাম। মাদক নিয়ে কথা বলায় গাছের এমন ক্ষতি করা হলো।
তিনি বলেন, সোমবার দুপুরে তিনি গোয়েন্দা সংস্থার এক ব্যক্তির সাথে এলাকার মাদকের বিস্তার সম্পর্কে কথা বলেন। এর আগে দুটি মাদকবিরোধী সমাবেশ সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হীরাপুর এলাকার বিভিন্নস্থানে মাদকসেবীদের আড্ডা নিয়ে অভিযোগ তুলে ধরেন। এ কারণেই এলাকার নোয়াবসহ অন্যান্যরা রাতে আঁধারে গাছগুলো ভেঙ্গে থাকতে পারেন।