Advertisement

আজ থেকে আখাউড়া স্থল বন্দরে তিনদিনের ছুটি

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৯১।

এনবি প্রতিনিধিঃ
ভারতের লোকসভা নির্বাচন ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ৩ দিনের ছুটি ঘোষনা করা হয়েছে। দুই দেশের ব্যবসায়িরা যৌথ ভাবে এই ছুটি ঘোষনা করেন।
এ সময় বন্দরে সবধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে, তবে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
স্থল বন্দরের ব্যবসায়ীরা জানান, আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার বন্দরের সাপ্তাহিক ছুটি। শনিবার বন্দর খোলা থাকলেও রোববার (১৪এপ্রিল) এবং সোমবার (১৫এপ্রিল) বাংলাদেশ ও ভারতে পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ) উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার থেকে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হবে।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন. দুই দেশের ব্যবসায়ি নেতাদের সিদ্ধান্তে এই ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, ছুটি চলার সময় বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে, তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপারের জন্য ইমিগ্রেশন ও চেকপোষ্ট খোলা থাকবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com