স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল শুক্রবার হচ্ছে না। স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের মা অসুস্থ থাকায় সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা হয় নি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, ‘মন্ত্রীর মায়ের অসুস্থতার মধ্যে কোনোভাবেই সম্মেলন করা ঠিক হবে না। যে কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি পরবর্তীতে বসে দিনক্ষণ ঠিক করবেন বলে জানিয়েছেন।’
এদিকে মন্ত্রীর মায়ের সুস্থতা কামনায় গত দুই দিন কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্নস্থানে দোয়া অনুষ্ঠিত হয়েছে। কসবার গাববাড়ি আল-মদিনা জামে মসজিদ, আখাউড়ার জাহানারা হক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার আখাউড়া উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে কেন্দ্র করে আখাউড়ার নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। পৌর এলাকায় অর্ধ শতাধিক তোরণ নির্মাণ হয়েছে। সম্মেলনে সভাপতি পদে পাঁচজন ও সম্পাদক পদে চারজন প্রার্থীতা ঘোষণা করে তৃণমূল পর্যায়ে ছুটে যাচ্ছেন। আইনমন্ত্রী আনিসুল হক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।আইনমন্ত্রীর মা অসুস্থ
আখাউড়া আওয়ামীলীগের সম্মেলন আগামীকাল হচ্ছে না
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল শুক্রবার হচ্ছে না। স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের মা অসুস্থ থাকায় সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে গতকাল বুধবার সন্ধ্যা নাগাদ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা হয় নি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, ‘মন্ত্রীর মায়ের অসুস্থতার মধ্যে কোনোভাবেই সম্মেলন করা ঠিক হবে না। যে কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি পরবর্তীতে বসে দিনক্ষণ ঠিক করবেন বলে জানিয়েছেন।’
এদিকে মন্ত্রীর মায়ের সুস্থতা কামনায় গত দুই দিন কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্নস্থানে দোয়া অনুষ্ঠিত হয়েছে। কসবার গাববাড়ি আল-মদিনা জামে মসজিদ, আখাউড়ার জাহানারা হক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার আখাউড়া উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে কেন্দ্র করে আখাউড়ার নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। পৌর এলাকায় অর্ধ শতাধিক তোরণ নির্মাণ হয়েছে। সম্মেলনে সভাপতি পদে পাঁচজন ও সম্পাদক পদে চারজন প্রার্থীতা ঘোষণা করে তৃণমূল পর্যায়ে ছুটে যাচ্ছেন। আইনমন্ত্রী আনিসুল হক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।