এনবি ডেস্ক:
কুমিল্লার লাকসাম উপজেলার নাহিমুদ্দিন নামের সাত বছরের শিশুটি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার ৩ নম্বর মোগড়া ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ছেলেটিকে। সে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সুকতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং চাঁদপুর আদর্শ মডেল একাডেমি ওয়ারলেছের চাঁদপুর স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোগড়া বাজারে পেয়ে তাকে আমার হেফাজতে রাখি। তারপর সকালে আখাউড়া থানায় আমি তাকে হস্তান্তর করি। নাহিমুদ্দিন এখন তার বাবা-মায়ের কাছে ফিরতে চায়। কীভাবে তার বাবা-মাকে হারিয়ে একা হয়ে গেছে তাও বলতে পারছে না নাহিমুদ্দিন।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. খোরশেদ আলম জানান, আমরা লাকসাম থানায় যোগাযোগ করেছি এখনো কোনো খবর পাইনি। আশা করি, খুব দ্রুত ছেলেটির মা-বাবার পরিচয় পাব। বর্তমানে সে আমাদের থানা পুলিশের হেফাজতে আছে।