মোঃ রাসেল আহাম্মেদ,এনবি ডেস্ক:
আইন, বিচার, ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে আনার জন্য আইনি ও কুটনৈতিক লড়াই চলছে। তারা যে যেখানেই থাকুক সেখান থেকে ফিরিয়ে এনে তাদের রায় কার্যকর করা হবে।
শুক্রবার দুুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন চত্বরে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা কে কোথায় আমরা জানি। চারজনের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। এর মধ্যে আমেরিকায় যিনি আছেন তাকে আমরা ফিরিয়ে আনব। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের মূলোৎপাটন করা হবে বলেও তিনি জানান।
আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূইয়া জীবন, আখাউড়ার পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক চেয়ারম্যান নূরুল হক ভূইয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।