Advertisement

আখাউড়ায় টিফিনের টাকায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য বিতরণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১২৬।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম, শিশুখাদ্য গুড়া দুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, সাংবাদিক আশীষ সাহা, সুবাষ চন্দ্র কর্মকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংঠনের দেবিদ্বার শাখার সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল, কুমিল্লা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আইমান ও সিনিয়র সদস্য কামরুজ্জামান রাকিব সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম জানান, সংগঠনের সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সংগঠনটি গত ১৩ বছর সারাদেশে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ কর্মসূচি ও সুবিধাবঞ্চিচ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন। তিনি আরো জানান, তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের খাতা-কলম কিনে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে। এছাড়াও তাঁরা শিশুদের জন্য শিশু খাদ্য গুড়া দুধ বিতরণ করেন।

বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু জানান, লাল-সবুজ উন্নয়ম সংঘের এ আয়োজন সত্যিই ব্যতিক্রম। সংগটনটি সারাদেশেই এ কার্যক্রম পরিচালনা করে। রাধানগর স্কুলে এসে তারা শিক্ষা উপকরণ ও শিশু খাদ্য দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com