Advertisement

অবৈধ পথে ভারত যাওয়ার চেষ্টা আখাউড়ায় যুবক-যুবতী আটক

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫০।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার সময় দুই যুবক-যুবতীকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে বিজিবি ২৫ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটকরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জের মৃত নূরুল ইসলামের ছেলে বাপ্পি ইসলাম-(২৮) ও একই এলাকার মৃত শহীদুল ইসলামের মেয়ে মোছা. সুমী বেগম-(৩৩)। তারা সম্পর্কে খালাতো ভাই বোন বলে জানা গেছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, শুক্রবার গভীর রাতে ২৫ বিজিবি এর অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার থেকে মাত্র ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হীরাপুর নামক স্থান হতে দুই জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক করা হয়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের দিল্লিতে চিকিৎসার উদ্দেশ্যে যেতে চাচ্ছিলেন। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com