নিউজ ডেস্ক,
১১ ডিসেম্বর ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবকদলের লং মার্চ সফল করতে আখাউড়া স্থলবন্দর এলাকায় চলছে ব্যপক প্রস্তুতি। নেতাকর্মীরা জানান, বুধবার সকাল ৯টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে পথিমধ্যে ভৈরবে পথসভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থবন্দরে উপস্থিত হবে।
আখাউড়া স্থলবন্দর সংলগ্ন মাঠে লং মার্চের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষন করতে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া, কেন্ত্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম আখাউড়া স্থলবন্দর এলাকায় উপস্থিত হয়েছে। এসময় নেতৃবৃন্দরা জানান, শান্তি পূর্ণভাবে লং মার্চ অনুষ্ঠিত হবে।
মার্চকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ছাড়াও দলীয় ভাবে স্বেচ্ছাসেবক কাজ করবে। তারা আশা করছেন লং মার্চকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগম হবে।
উল্লেখ্য, ভারতের আগরতলায় বাংলাদেশী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে অপচেষ্টার প্রতিবাদে ঢাকা-আগরতলা লং মার্চ এর আয়োজন করে বিএনপির তিন অঙ্গসংগঠন।