Advertisement

আখাউড়ায় চাহিদা মত টাকা না পেয়ে ট্রেনে হিজড়াদের ঢিল, জানালার গ্লাস ভাংচুর

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫০।

নিউজ ডেস্ক,

যাত্রীদের কাছ থেকে চাহিদা মতো টাকা না পেয়ে বিতন্ডার জের ধরে কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর ছুড়েছে কয়েকজন হিজড়া। এতে ট্রেনের কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে যায়। ঢাকা থেকে সিলেটগামী ওই ট্রেনটি বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী আন্তঃনগর কালনী ট্রেনে বেশ কয়েকজন হিজরা উঠে যাত্রীদের কাছ থেকে টাকা তুলতে থাকে। যে সব যাত্রী তাদেরকে টাকা দিচ্ছিলো না তাদের সাথে অশালিন ব্যবহার শুরু করে। এ নিয়ে ট্রেনের মধ্যে হিজড়া ও যাত্রীদের বাগবিতন্ডা হয়। ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে যাত্রা-বিরতি দিলে সংঘবদ্ধ হিজড়ারা প্ল্যাটফর্মের বদলে বিপরীত দিকে ট্রেন থেকে নেমে হামলা চালায়। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙ্গে যায়। যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক।

এ ব্যাপারে আখাউড়া আজমপুর রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ শাখাওয়াত হোসেন জানান, ট্রেনটি সন্ধ্যা সোয়া ৬ টায় যাত্রাবিরতি দেয়। ছাড়ার সময় হিজড়ারা পাথর নিক্ষেপ শুরু করে। এতে কয়েকটি জানালার কাচ ভেঙ্গে গেছে বলে জানা গেছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com