নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কায় আছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ জুয়েল রানা। শনিবার (১৮ মে) দুপুরে পৌর এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আকুতি জানিয়েছেন।
লিখিত বক্তব্যে মোঃ জুয়েল রানা অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বি ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ ও তার সমর্থকরা জোর করে ভোট ছাপিয়ে নিবে বলে প্রচার করছে। ভোটারদেরকে কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। নির্বাচনের পরে জুয়েল রানার সমর্থকদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন শাহাব উদ্দিন বেগ ও তার সমর্থকেরা।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক আওয়ামী লীগ নেতা দীপক ঘোষ, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির খান, সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া প্রমুখ। তারাও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্বের জবাব দেন।