Advertisement

আখাউড়া ইমিগ্রেশনে সার্ভার জটিলতা, যাত্রীদের চরম দূর্ভোগ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৯৩।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশনে সার্ভার জটিলতার কারণে যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে আখাউড়া চেকপোস্টের ইমিগ্রেশনে জটিলতায় দূর্ভোগ পোহাতে হচ্ছে বাংলাদেশ-ভারত যাতায়াত করা পাসপোর্টধারী যাত্রীদের৷ সংশ্লিষ্টরা জানিয়েছেন সরকারি বন্ধের কারণে অতিরিক্ত যাত্রীর চাপ থাকার কারণে এ সমস্যা হচ্ছে৷

ইমিগ্রেশন সুত্রে জানা গেছে, আগামী কয়েকদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শুক্র-শনিবার সপ্তাহিক বন্ধ ও শবে-বরাত সহ সরকারি -বেসরকারি অফিস বন্ধ থাকবে। ফলে বুধবার সকাল থেকেই ভারত ভ্রমণকারী যাত্রীদের চাপ বেড়েছে। এবং অতিরিক্ত যাত্রী চাপের কারণে সার্ভারে জটিলতা দেখা দেয়৷ এতে ইমিগ্রেশন সম্পূর্ণ করতে যাত্রী দূর্ভোগ পোহাতে হয়।

ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী মোঃ মহসিন আলী বলেন, বৃদ্ধ মাকে নিয়ে চিকিৎসা করাতে ভারতে যাচ্ছি। কিন্তু ইমিগ্রেশনে সকাল থেকেই লাইনে দাড়িয়ে আছি৷ আমার মা বৃদ্ধ অসুস্থ। এখানে বসার কোন পরিবেশ না থাকায় তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।

এ বিষয়ে ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দেওয়ান মোর্শেদুল হক বলেন, সরকারি বন্ধ থাকায় অন্যান্য দিনের চেয়ে আজ ইমিগ্রেশনে যাত্রীদের চাপ বেশি। যাত্রী চাপ বাড়ার কারণে ইমিগ্রেশন সার্ভারে ধীরগতির দেখা দিয়েছে৷ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে সময় বেশি লাগছে। আমরা প্রকৌশলীদের সাথে এ বিষয়ে কথা বলেছি। উনারাও চেষ্টা করছেন৷

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com