নিউজ ডেস্ক,
সৌদি আরবের আল জুবাইলে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় আল মদিনা রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির ইফতার মাহফিল প্রস্তুতি উপ কমিটির আহবায়ক জসিম উদ্দিন শামীমের সভাপতিত্বে ও বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক মো: ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সহ সভাপতি নুরুল হক পাটুয়ারি, সহ সভাপতি আবু জুয়েল, ডালিম খান, রিপন শিকদার, ফারুক আহমেদ, শাহ আলম, আলমগীর হোসেন, মিজান মোল্লা, যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন, আলাউদ্দিন, কামরুল ইসলাম খান, সবুজ সামি, রায়হান জেক, সহ সাংগঠনিক সম্পাদক পি.কে রোমান, সাংবাদিক জাফর আহমেদ খাঁন, সাংবাদিক মুখলেছুর রহমান অভি প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন ভুইয়া ইফতার ও দোয়া মাহফিলে দেশের বিভিন্ন জেলার প্রবাসীদের অংশ গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ কমিউনিটি সব সময় পাশে ছিল এবং ভবিষ্যতেও প্রবাসীদের বিপদে-আপদে পাশে থাকবে। প্রবাসীদের কষ্টে উপার্জিত রেমিট্যান্স দেশের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রবাসীরা রেমিট্যান্স দেশে পাঠানোর কারনেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে।
হেলাল উদ্দিন ভুইয়া সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা (সাংবাদিকরা) বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তা জাতির কাছে তুলে ধরবেন। এসময় তিনি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করে প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করার আহবান জানান।
তিনি আরোও বলেন, নিজেদের মধ্যে ঝগড়া-মারামারি বন্ধ করে প্রবাসে সবাইকে মিলেমিশে থাকতে হবে। প্রবাসীরা যে কোনো ধরনের বিপদে পড়লে আল জুবাইল বাংলাদেশ কমিউনিটিকে অবহিত করার আহবান জানান। তিনি সকল প্রবাসীদের সৌদি আরবের আইন মেনে চলার ও আহবান জানান।
এসময় হেলাল উদ্দিন ভুইয়া সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। পরে মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আল জুবাইলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন।