স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও অসহায় মানুষকে মাঝে পবিত্র মাহে রমজানের উপলক্ষে খাদ্য সামগ্রী ও উপহার দেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে কাউতলী এলাকায় স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ও সার্বিক সহযোগিতায় এবং ড্রীম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম কামরুল ইসলাম , সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম , অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান , বিশিষ্ট সমাজকর্মী -নারী নেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা এনজিও প্রধান সমন্বয়ক এস এম শাহীন প্রমুখ ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক মোঃ তাহের উদ্দিন।
পরে অতিথিরা প্রতিবন্ধী ব্যক্তি ও অসহায় মানুষের মাঝে রমজানের খাদ্য সামগ্রী তুলে দেন।