এনবি প্রতিনিধি :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা ৬দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম রপ্তানীমূখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের আামদানি-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকাল থেকে পণ্য রপ্তানী শুরু করে ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে ৪ জুন মঙ্গলবার থেকে শুরু হয়ে ৯জুন রবিবার পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া আমাদানী রপ্তানীকারক এস্যোসিয়েশনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জানিয়েছেন, ঈদের ছুটি শেষে আজ সোমবার থেকে পুণরায় বন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। এতে করে স্থানীয় শ্রমিকদের মাঝে প্রানচাঞ্চল্যতা ফিরে এসেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিষ্টার খ্যাত সাতটি প্রদেশে মাছ, পাথরসহ বিভিন্ন পন্য রপ্তানী করা হয়।