স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ ঝর্ণা খানম-(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা।
বুধবার রাতে সদর উপজেলার খাটিহাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঝর্ণা খানম বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নূরুল হক ভ‚ইয়া প্রকাশ রানা স্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে খাটিহাতা এলাকার সায়েমা হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা ভ্যানেটি ব্যাগ থেকে ৩ হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।