স্টাফ রিপোর্টার:
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সার্কিট হাউজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মোঃ শহিদুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, বিএমএ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ আবু সাঈদ, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃ মোহাম্মদ হাসান প্রমুখ।