স্টাফ রিপোর্টার:
ভারত থেকে বাংলাদেশে মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ রোধে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, ৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশিক হাসান মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ।
সভায় বক্তারা, বিভিন্ন সময় ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন ভূমিকা পালনের আহŸান জানান। সে সাথে বিভিন্ন পরিবহন সেক্টরে সচেতনতা অবলম্বনের পাশাপাশি বর্ডার এলাকাগুলোর জনসাধারণকে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ বিষয়ে সচেতন করার জন্য মাইকিংসহ বিভিন্ন প্রচার-প্রাচরণার সিদ্ধান্ত গৃহিত হয়।