স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে শহরের সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন।
এতে ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক কাজী মোঃ জাভেদ হোসেন, ফিল্ড অফিসার জুলহাস কাজী, জেলা ইমাম সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, মেডিকেল অফিসার ডাক্তার মনতাসির মনসুর। প্রশিক্ষণ প্রদান করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহ তুল্লাহ নূর।
এ সময় বক্তারা, হাজকালীন সময়ে হজযাত্রীদের শারীরিক সুস্থতা বজায় রাখতে খাদ্যাভ্যাস, ব্যাগেজিংসহ বিভিন্ন বিষয়ে অবগত করেন এবং সচেতনতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করেন। প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া থেকে এ বছর ৫৫২ জন হজে অংশগ্রহন করছেন।