Advertisement

মাঙ্কিপক্স- এ বাড়তি সতর্কতা স্থলবন্দরে।

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫২৯।

আখাউড়া প্রতিনিধি:

করোনা মহামারীর প্রকোপ কমতে না কমতেই বিশ্বজুড়ে নতুন করে আরেক আতঙ্ক সৃষ্টি করেছে সংক্রমণ রোগ মাঙ্কিপক্স। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক রোগটি। এখনও পর্যন্ত বিশ্বের মোট ১৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি।

বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের প্রতিটি স্থল, নৌ এবং বিমানবন্দরে করোনার পাশাপাশি বাড়তি সতর্কতা নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট বাড়তি সতর্কতা অবলম্বন করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সরজমিনে গিয়ে দেখা গেছে, ভারত থেকে আসা পাসপোর্টধারি যাত্রীদের করনোর পাশাপাশি মাঙ্কিপক্স এর জন্য বাড়তি সর্তকতা নিয়ে যাত্রীদের মেডিকেল চেক আপ করা হচ্ছে। কোন যাত্রী শরীলে মাঙ্কি পক্স এর কোন লক্ষণ আছে কিনা সেই দিকে বিশেষ নজরধারিতে রাখছেন এখানে কর্তব্যরত ডাক্তাররা। এই স্থল বন্দর দিয়ে প্রত্যেক দিন ২০০-৩০০ জন যাত্রী আসা যাওয়া করেন। যার জন্য এই স্থল বন্দরে মাঙ্কিপক্স ভাইরাসে বিশেষ সর্তকর্তা অবলম্বন করা হচ্ছে।

চেকপোস্ট কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার ইকরাম চৌধুরী বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মত আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইমিগ্রেশন চেকপোস্টে একজন এমবিবিএস ডাক্তার নিয়মিত নিয়জিত রেখেছি। পাসপোর্টধারী যাত্রীদের আমরা নিয়মিত মেডিকেল চেকআপ করছি। মাঙ্কিপক্স যেসব লক্ষণ রয়েছে সেই গুলোর উপর ভিত্তি করে আমরা যাত্রীদের চেকআপ করছি। কোন যাত্রীর শরীলে মাঙ্কিপক্সের লক্ষণ থাকলে আমরা তাৎক্ষণিক আইসোলেশনের ব্যবস্থা গ্রহণ করব।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. হিমেল খান বলেন,মাঙ্কিপক্স ‘বিষয়ে আমরা একটি নির্দেশনা পেয়েছি। নির্দেশনা মোতাবেক আমাদের একটি মেডিকেল টিম স্থলবন্দরে কাজ করছে। কোনো যাত্রীর মধ্যে এ ধরণের লক্ষণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com