এনবি প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সুরাইয়া বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার আজমপুর রেলওয়ে কলোনির একটি বাসা থেকে (৮ জুন) শনিবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। ওই এলাকার হারিছ মিয়ার স্ত্রী ও দক্ষিণ ইউনিয়নেয় সাতপাড়া গ্রামের জুরুল হকের মেয়ে নিহত সুরাইয়া বেগম।
আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ ফালু মিয়া বলেন, নিহত সুরাইয়া বাবা জুরুল হকের দাবি তার মেয়ে আত্মহত্যা করেনি । তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে।
আখাউড়া থানার তদন্ত (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের কারণে ওই নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশটি কে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।