কসবা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের মাস্টার “সমর দে” এর যাত্রী হয়রানি ও সিন্ডিকেটের মাধ্যমে টিকেট কালোবাজারির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে কসবা রেলওয়ে স্টেশনের পশ্চিমের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে তারু মিয়া সর্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আবু জাহের. পৌর কাউন্সিলর আবেদ আলী, ব্যবসায়ী হারুন মিয়া, ইসমাইল মিয়া, হাশেম মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, সমর দে কসবা রেলওয়ে স্টেশনের মাস্টার হিসেবে যোগদানের পর থেকেই তিনি একটি সিন্ডিকেটের মাধ্যমে টিকেট কালোবাজারি করে আসছেন। কালোবাজারিদের কাছ থেকে মানুষকে চড়া দামে টিকেট কিনতে হচ্ছে। জনগন টিকেটে কালোবাজারিদের বিষয়ে প্রতিবাদ করলেই মাস্টার সমর দে পুলিশ দিয়ে জনগনকে হয়রানি করান।
মানববন্ধনে বক্তারা স্টেশন মাস্টার সমর দে ও কালোবাজারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে টিকেট কালোবাজারি ও স্টেশন মাস্টার সমরদের বিচার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এ ব্যাপারে স্টেশন মাস্টার সমর দে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ন মিথ্যা। তিনি বলেন, স্টেশনের টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের সহযোগীতা চেয়েছেন।