নিউজ ডেস্ক,
কসবা-আখাউড়া নিয়ে গঠিত (ব্রাহ্মণবাড়িয়া-৪) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এই আসনের ১১৮ কেন্দ্রের সবগুলোয় গণনা শেষে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্রিং কর্মকর্তা মো. শামছুজ্জামান ফলাফলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
২ লাখ ৮২ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জসিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৪৯ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৯১৪ জন। এর মধ্যে কসবা উপজেলায় ২ লাখ ২৩ হাজার ২৫৮ জন ও আখাউড়া উপজেলায় ১ লাখ ৪ হাজার ৪৯ জন ভোটার।