ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রুনা আক্তার (১৮) নামের এক তরুণী নিহত হয়েছে। বুধবার বিকেলে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুনা আক্তার নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হিতিমদী এলাকার শামসুদ্দিনের মেয়ে। দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানাযায়, রুনা ও তার খালাতো ভাই বোন দুটি মোটর সাইকেলে করে নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের সুহিলপুর নামক স্থানে রুনার ওড়না মোটরসাইকেলের চাকার সাথে পেঁচিয়ে যায়।
এতে সে সড়কে ছিটকে। এসময় পেছন থেকে একটি ট্রাক রুনার দুই পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।