স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় উজ্জল (২৭) নামের এক ভ্যান চালকের নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পীর বাড়ির এলাকার কুমিল্লা – সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। উজ্জল সদর উপজেলার মজলিশপুর গ্রামের হাসান মিয়ার ছেলে এবং শহরের ঘাটুরা এলাকার হাজী মাহবুবুর রহমানে গ্যারেজের ভ্যান চালক। এ ঘটনায় বাস চালক আটক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দিগন্ত পরিবহনের একটি বাস আশুগঞ্জ থেকে জেলা সদরে আসার সময় পীরবাড়ি এলাকায় ওই ভ্যান চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাস ও বাসের চালককে আটক করা হয়েছে।