স্টাফ রিপোর্টার:
সরকার নিবন্ধিত জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজারের ৯ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, বর্তমান কোষাধক্ষ্য নজরুল ইসলাম শাহজাদা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, কোষাধক্ষ্য আশিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নিয়াজ মুহাম্মদ খান বিটু, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মনির হোসেন টিপু, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ,এম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মীর মোঃ শাহীন, প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক দেওয়ান ফয়জুনন্নাহার, দৈনিক ইস্টার্ন মিডিয়ার সম্পাদক নজরুল ইসলাম বিল্লাল, আশুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসহাক সুমন ডিবিসি টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ রায়হান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, বাংলা নিউজের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, দৈনিক জাগরণের জেলা প্রতিনিধি প্রকাশ লাল দাস, দৈনিক ট্রাইবুন্যালের জেলা প্রতিনিধি ইফতিয়ার উদ্দিন রিফাত, দৈনিক আজকের হালচাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হান্নান, দৈনিক বাংলাদেশ বুলেটিনের আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক আজকালের খবরের আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ জুয়েল।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বার্তা বাজার এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ প্রতিনিধি সন্তোষ চন্দ্র সূত্রধর, ব্রাহ্মণবাড়িয়া-৪ প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, ব্রাহ্মণবাড়িয়া ৫ প্রতিনিধি মোঃ আক্তারুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, বর্তমান অনলাইনের যুগে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বার্তা বাজার। তাদের গতিশীলতার কারণে এই পোর্টালে দেশের বিভিন্ন ঘটনা তাৎক্ষনিকভাবে জানতে পারি। আমরা আশা করি প্রতিষ্ঠানটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যান ও উন্নয়নে ভূমিকা রাখবে। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও চিত্র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।