স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে।
করোনায় আক্রান্তরা হলেন সদর উপজেলায় ২৭ জন, কসবায় ২০ জন, সরাইলে ১ জন, আখাউড়ায় ১ জন, আশুগঞ্জে ৭ জন, বিজয়নগরে ১ জন, নাসিরনগরে ৪ জন, বাঞ্ছারামপুরে ৫ জন ও নবীনগরে ৪ জন।
এনিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ৪ হাজার ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নুতন করে সুস্থ হয়ছে ৩১ জন। এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ৮২৫জন রোগী।
রবিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ জানান, করোনার সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা হিসেবে লকডাউন চলছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নমুনা সংগ্রহের পরিমান বাড়িয়ে দেয়া হয়েছে। সে সাথে যারা কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে রয়েছেন তারা যাতে সে বিষয়গুলো যথাযথভাবে পালন করেন সে বিষয়ে মনিটরিং করা হচ্ছে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৬ জন।