স্টাফ রিপোর্টার:
লকডাউনে সরকারি কঠোর বিধি নিষেধ প্রতিপালনে ব্রাহ্মণবাড়িয়ায় টহল চালিয়েছে সেনা বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের নেতৃত্বে এ টহল পরিচালিত হয়।
তারা সদর হাসপাতাল রোড, টি,এ রোড, কাউতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে চলাচল করা বিভিন্ন ছোট যান আটক করে তা চলাচলের কারণ জানতে চান। পাশাপাশি যারা ঘর থেকে বের হয়েছে তারা কি কারণে বাইরে ঘুরা ফেরা করছে তার কারণ জানতে চান এবং করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে তাদের অবহিত করেন।
জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানান, লকডাউন কঠোর ভাবে পালন করতে মাঠে সেনাবাহিনীর টিম ছাড়াও ৩প্লাটুন বিজিবি, র্যাব, ৫ শতাধিক পুলিশ এবং ৩০/৩৫টি ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে।