স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মোঃ সোহেল হোসেন-(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সোহেল হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের চাঁন মিয়ার ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি বলেন, ধারনা করা হচ্ছে সোহেল হোসেন কোন মালবাহী ট্রেনের নীচে কাটা পড়ে মারা গেছেন।