নাসিরনগর সংবাদদাত ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্যান্সার,কিডনি ও লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২২ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজ কল্যান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব চেক বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাবে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ২২ জনের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাওয়া ২২ জন রোগীর প্রত্যককে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়েরসহ অনুদান গ্রহীতারা,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।